ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় আরও ৩ জন আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউএনওর ওপর হামলার মামলার প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন, ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির ও মামলার অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সঙ্গে মামলার প্রধান আসামিদের যোগসাজশ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে যুবলীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। পরে হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আরও পড়ুন-

‘চুরির ঘটনা নয়, ইউএনওর ওপর পরিকল্পিত আক্রমণ’

ইউএনও'র ওপর হামলা: দুই আসামি ৭ দিনের রিমান্ডে

 

টাইমস/এসএন

Share this news on: