সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন হিসেবে দেওয়ার জন্য যে অর্থ জমা রাখা হয়, সে অর্থ পুঁজিবাজারে খাটানোর পক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসই টাওয়ারে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে তিনি এ বিষয়ে কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “সাধারণত বড় প্রকল্প এবং নতুন অর্থায়নের জন্য ‘রিস্ক শেয়ারিং’ প্রয়োজন। রিস্ক শেয়ারিং কী? আপনাকে বন্ড কিনতে হবে, ইকুইটি কিনতে হবে। কিন্তু (তা না করে) বাংলাদেশে ব্যাংকে যাওয়া হয়। সেখান থেকে ঋণ নেওয়া হয় এবং সেখান থেকেই অর্থায়ন করা হয়। বেশির ভাগ সময় এই ‘ইনসিডেন্ট’ ঘটছে। এদিক থেকে বললে, যেটা আমার মনে হয়, গভর্নর তুলে ধরলেন, আমাদের অবশ্যই পেনশনকে পুঁজিবাজারে আনতে হবে।
তবে পেনশনের অর্থ দিয়ে পুঁজিবাজারে অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পেনশন ফান্ডকে পাবলিক ফান্ড বলা হয়। এখানে সরকারের বাধ্যবাধকতা আছে। এটা প্রাইভেট ফান্ডের মতো নয়, জানান তিনি। তাই পাবলিক ফান্ড দিয়ে মার্কেটে অর্থায়ন করতে হলে সরকারকে এর জিম্মাদার হতে হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।
তিনি আরো বলেন, “অর্থায়নের ক্ষেত্রে যেসব সম্পদে, প্রকল্পে বা বাজারে অর্থায়ন করা হবে, তাকে ‘সিকিউরিটাইজ’ করতে হবে। মনে করেন, আমরা যদি পেনশনের অর্থ থেকে বাজারে বিনিয়োগ করি এবং পুরো অর্থ হারিয়ে ফেলি, তখন তাদের কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা বিনিয়োগ করেছিলাম এবং আমরা পুরো অর্থ হারিয়ে ফেলেছি। প্লিজ, আমাদের ক্ষমা করে দিন। তাই এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
এসএস/টিএ