পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে এনায়েত হোসেন নামে একজনের মুদি ও মনোহরির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং সাহাবুদ্দিন সাবুর নামে আরেকজনের হার্ডওয়্যার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে এনায়েত হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ মুদি দোকানের পাশাপাশি সেখানে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও চলতো।
কেএন/টিকে