সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড ভেঙেছে। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে থেকে প্রতি গ্রামে আরও ২ দিরহাম বেড়ে সন্ধ্যায় ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৩০.৫০ দিরহামে। সকালে ছিল ৪২৯ দিরহাম। একই সময়ে ২৪ ক্যারেট স্বর্ণ দাঁড়িয়েছে ৪৬৫ দিরহামে, যা সকালে ছিল ৪৬৩.২৫ দিরহাম।
মাত্র সাত দিন আগেই দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ ছিল ৪৫২.২৫ দিরহাম ও ২২ ক্যারেট ৪১৮.৭৫ দিরহাম। ভারতের বাজারে শুক্রবার সকালে ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে প্রতি গ্রামে ১১ হাজার ৮৬৯ রুপি এবং ২২ ক্যারেট ১০ হাজার ৮৮০ রুপি।
বিশ্ববাজারে স্বর্ণের দাম এখনো প্রতি আউন্সে ৩ হাজার ৮০০ ডলারের ওপরে। ফেডারেল রিজার্ভের নীতি প্রত্যাশা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এই দামকে ধরে রেখেছে।
বিশ্লেষক রানিয়া গুলে বলেন, বিনিয়োগকারীরা ধারণা করছেন যুক্তরাষ্ট্র আরও আগেভাগে সুদের হার কমাতে পারে। এতে প্রকৃত মুনাফা কমবে, কিন্তু স্বর্ণের চাহিদা বাড়বে। একইসঙ্গে মার্কিন সরকার শাটডাউন সংকট ও বৈশ্বিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের দিকে ঠেলে দিয়েছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শামলাল আহমেদ জানান, গত ২১ মাসে স্বর্ণের দাম বেড়েছে ৮৫ শতাংশ। এর মধ্যে শুধু ২০২৪ সালেই বৃদ্ধি ৩৭ শতাংশ। তিনি মনে করেন, আগামী কয়েক বছরে দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছুঁতে পারে।
বাজার বিশেষজ্ঞদের মতে, যারা ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন, তাদের জন্য এখনই বিক্রি করার তাড়া নেই। তবে নতুন ক্রেতাদের বেছে বেছে কেনা উচিত। কারণ আগামীতে মার্কিন চাকরির তথ্য ও ফেডারেল রিজার্ভের নীতি সিদ্ধান্তই নির্ধারণ করবে সোনার পরবর্তী দিক।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকায়।
ইএ/টিকে