চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে টানেলের কাঠামোগত কোনো ক্ষতি হয়নি এবং স্বল্প সময়ের মধ্যে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- শাহাজাদি (২১), রানী আক্তার (৩১), মো. ফয়সাল (৪৫), মো. ফারুক (৫৩), মুনতাসির ওমর মিনহাজ (১২) এবং সালাউদ্দিন (৩৫)।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রিদোয়ান বলেন, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, পতেঙ্গা অভিমুখে যাওয়া বাসটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায়। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত সময়ে টানেলের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
কেএন/টিকে