আচরণবিধি ভাঙার অভিযোগে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিবৃতি

দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নতুন উদ্যমে প্রচারে মাঠে নেমেছেন, জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। তবে এরই মধ্যে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেয়।

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার টাকা বিতরণ করছেন, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার করছেন এবং এমন ব্যক্তিরাও প্রচারে অংশ নিচ্ছেন, যারা রাকসুর ভোটার নন।

অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ও তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন, যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে ব্যাহত করছে।

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, এর আগেও ছাত্রদল নানা উপায়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আমরা তখন কোনো লিখিত অভিযোগ দিইনি। আমরা চাই, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হোক এই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনকে বিষয়গুলো জানানো হয়েছে।

অন্যদিকে, ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, আমরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি যে, বিভিন্ন প্যানেল আচরণবিধি লঙ্ঘন করছে। বিভিন্ন হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতে উপহার, খাবার ইত্যাদি দেওয়া হচ্ছে। আমরা এর প্রমাণ হাতে পেয়েছি এবং সেই অনুযায়ী আজ লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। আমরা আমাদের অভিযোগের সঙ্গে প্রমাণ সংযুক্ত করেছি। যারা আচরণবিধি ভেঙে নির্বাচনে অর্থ বা উপঢৌকনের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চান, তাদের জানাতে চাই- রাবির শিক্ষার্থীরা মেধাবী ও বিবেকবান। এক প্যাকেট খাবার বা উপহারের বিনিময়ে তারা তাদের ভোট বা বিবেক বিক্রি করবে না। তাই এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন, আসুন সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে রাকসু নির্বাচন নিশ্চিত করি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আজ ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল আমাদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর Oct 07, 2025
img
ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি Oct 07, 2025
img
ইলিয়াস কাঞ্চনের অস্ত্রোপচার করেছে তিনটি রোবট! Oct 07, 2025
img
দারুণ লড়াই করেও ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ Oct 07, 2025
img
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতির কন্যা Oct 07, 2025
img
বাংলাদেশ-সৌদির অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা Oct 07, 2025
img
মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ভিসা ধস Oct 07, 2025
img
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ কর্মীকে কারাগারে প্রেরণ Oct 07, 2025
img
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে Oct 07, 2025
img
‘পরে সরি বলার টাইম পাবেন না’ Oct 07, 2025
img
অন্যায়ের কাছে মাথানত করা যাবে না : শিবির সভাপতি Oct 07, 2025
img
অক্টোবরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৫৫ কোটি ডলার Oct 07, 2025
img
আবারও ঝড় তুললেন নোরা ফাতেহি Oct 07, 2025
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ পেল অস্ট্রেলিয়া Oct 07, 2025
img
আগ্রাসনবিরোধী স্তম্ভের মূলনীতি বাস্তবায়ন হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে: আসিফ মাহমুদ Oct 07, 2025
রুনা খানের সরাসরি বক্তব্য: পোশাক নয়, কর্মই অশালীনতা নির্ধারণ করে Oct 07, 2025
আমি কখনো কাউকে ফলো করিনি'- মাহিমা Oct 07, 2025
img
বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা Oct 07, 2025
বট কৌশলে বিএনপিকে চাঁদাবাজ প্রচার করছে সরকার অভিযোগ রুমিন ফারহানার Oct 07, 2025
আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক, প্রেরণার বাতিঘর: ভিপি সাদিক Oct 07, 2025