সুরের জাদুতে ঢাকার মঞ্চ মাতালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান রহিম। সঙ্গে ছিলেন পাকিস্তানের আরও দুই সংগীতশিল্পী ও র্যাপার তালহা আনজুম ও তালহা ইউনূস। গতকাল ঢাকায় ‘কার্প ডিম দ্যা টেকওভার’ শিরোনামের কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশি সংগীতপ্রেমিদের মাতিয়ে রাখেন এ তিন গায়ক।
ছুটির দিন শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসে জমকালো এ গানের আসর। মনোমুগ্ধকর কনসার্টটির আয়োজন করে রিশকা কানেক্টস ও ঢাকা ব্রডকাস্ট।
কনসার্ট শুরু হয় বাংলাদেশি ব্যান্ডদলের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে ওঠেন কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানি গায়ক হাসান রহিম। একে একে গেয়ে শোনান তার জনপ্রিয় গান ‘উইশেস’, কোক স্টুডিও পাকিস্তানের ‘পিছে হাট’, ‘মান্দ’, ‘রাধা’, ‘রূপ’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো।
কনসার্টে ইয়ং স্টানারস খ্যাত তালহা আনজুম ও তালহা ইউনূসও গান পরিবেশন করেন। পাকিস্তানের জনপ্রিয় এ দুই র্যাপার ঢাকার মঞ্চ মাতান ‘ডিপারচার ল্যান্ড’ গানে। এরপর ভক্তদের মুগ্ধ করতে তারা হাসান রহিমের সঙ্গেও গান পরিবেশন করেন।
এ তিন ত্রয়ীর গাওয়া ‘দিল কা পর্দায়’ অ্যালবামের জনপ্রিয় গান ‘এক্সেস’। ঢাকার মঞ্চে এ গান তিন গায়ক গাইতে শুরু করলে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।
আরপি/টিএ