গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন নির্বাচনে এনসিপি পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে গণভোটের রূপরেখা নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত প্রকাশ করতে হবে। তিনি ইসির স্বতন্ত্রতা, নারী ভোটারদের নিরাপত্তা এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

আসন্ন নির্বাচনে গণভোট পরিচালনার বিষয়টি একটি বড় বিষয় হিসেবে তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণভোট কীভাবে পরিচালিত হবে, এটি কবে বাস্তবায়ন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ- প্রতারণা প্রতিরোধের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেওয়া হয়েছে কি না নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে।

তিনি জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী এনসিপি প্রস্তুতি নেবে এবং প্রয়োজনে সব সহযোগিতা দেবে।

নির্বাচন কমিশনের (ইসি) স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যদি কমিশন সব রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে, তাহলে এনসিপি ১০০ শতাংশ সহযোগিতা প্রদান করবে। আমরা অন্যান্য সহযোগী দলকেও কো-অপারেশন মোডে আসার আহ্বান জানাচ্ছি।

নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা দিতে একটি মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইলেকশনের সময় নারীরা সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

তরুণ ভোটারদের নির্বাচনে উৎসাহিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার পরামর্শ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি মনে করেন, এতে নির্বাচনী প্রক্রিয়ার গণতান্ত্রিক সম্মান বজায় থাকবে এবং তরুণরা ভুল পথে চালিত হবে না, যা দেশের জন্য ইতিবাচক হবে।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের জন্য সময় সীমিত। যদি প্রক্রিয়া আগে থেকে চালু করা হয়, তাহলে অংশগ্রহণ বাড়বে, যা ভোটার সংখ্যা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।

তিনি নির্বাচনের প্রতীক ও প্রার্থীর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করার গুরুত্বে জোর দেন। তার মতে, প্রতীক একজন প্রার্থীর পরিচয়, যা ভোটারদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করে।

যোগাযোগ ব্যবস্থার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন অফিসার ট্যাগ করা হলে দলের উদ্বেগ ও কনসার্ন সহজভাবে জানানো সম্ভব হবে।
নতুন ভোটারদের (১৮ বছর পূর্ণ হওয়া) বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্বাচনের দিন যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দীর্ঘ সময় পরে বাংলাদেশে একটি সুযোগ এসেছে, যেখানে প্রার্থীরা নিজস্ব প্রতীকে ভোটে অংশগ্রহণ করে তাদের পরিচয় প্রদর্শন করতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করার এবং নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সব সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিপিএল থেকে বাদ পড়া নিয়ে কী বললেন ভারতীয় উপস্থাপক? Jan 07, 2026
img
ঢাকাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ Jan 07, 2026
img
আরেক মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দিপু মনি Jan 07, 2026
img
ভোট জনগণের মৌলিক অধিকার : এস এম জিলানী Jan 07, 2026
img

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে রোববার Jan 07, 2026
img
লড়াই বন্ধে আলোচনার জন্য রিয়াদে না গিয়ে এসটিসি নেতার পলায়ন, জোটের হামলা Jan 07, 2026
img
আমি নিজের একটি ক্লাব গড়তে চাই: লিওনেল মেসি Jan 07, 2026
img
মাথায় সিঁদুর পরার পর থেকেই বদলে গেছে দেবলিনার জীবনের ছবি Jan 07, 2026
img
ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর আমলনামা Jan 07, 2026
img
নিজের রুচি আর পছন্দের ওপর পূর্ণ আস্থা আছে: দর্শনা বণিক Jan 07, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের সাক্ষাৎ Jan 07, 2026
img
জয়পুরহাটে দেখা নেই সূর্যের, শীতে স্থবির জনজীবন Jan 07, 2026
img
৩০ এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, সর্বনিম্ন ৬.৭ Jan 07, 2026
img
শৈত্যপ্রবাহে কাঁপছে ৪৪ জেলা Jan 07, 2026
img
এনইআইআর স্থগিতসহ কয়েক দফা দাবিতে আজও মানববন্ধনে মোবাইল ব্যবসায়ীরা Jan 07, 2026
img
ই-ভ্যাট সিস্টেম চালু, সরাসরি ব্যাংকে যাবে করদাতার রিফান্ড Jan 07, 2026
img
সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে: শাকিব খান Jan 07, 2026
img
জকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু, এগিয়ে ছাত্রশিবির প্রার্থীরা Jan 07, 2026
সুসময়ে মুমিনের করণীয় | ইসলামিক টিপস Jan 07, 2026
img
আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া: রাশেদ খাঁন Jan 07, 2026