ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোল সীমান্ত বন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
যশোর জেলা মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, যারা ফেরত এসেছেন, তারা ভারতে প্রবেশের পর কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হন।
পরে কলকাতার সেন্ট্রাল হোমে থাকার পর দুই দেশের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফেরেন।
সাংবাদিক ও এনজিওকর্মী শামসুল হুদা জানান, ফেরত আসাদের মধ্যে ১১ শিশু রয়েছে। তারা বিভিন্ন সময় ভারতে যাওয়ার পর আটক হয়। তাদের বাড়ি খুলনাসহ বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের তিনটি এনজিওর হাতে তুলে দেওয়া হবে।
এমআর