বুনিয়াদি প্রশিক্ষণ শেষে একই দিনে চাকরি হারালেন ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)।
বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) ও কাজী আরিফুর রহমান (ফরিদপুর)। তারা প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুসারে সরকারি চাকরি থেকে তাদের সরাসরি অপসারণ করা হয়েছে।
এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী তা আদায় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবারই ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুতির আদেশ কার্যকর করা হয়। তবে ঠিক কী কারণে তাদের অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
উল্লেখিত বিধি অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে যদি কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট চাকরির জন্য অযোগ্য বিবেচিত হয় তাহলে সরকার চাইলে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরাসরি নিয়োগের অবসান ঘটাতে পারে।
আইকে/এসএন