গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গ্যাস সিলিন্ডারের আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন— আলী হোসেন (২৫), মোতালেব হোসেন (৩৫), শফিকুর রহমান ও শামীম আহমেদ, এবং আনু মিয়া (২৪)। এদের মধ্যে আলী হোসেন ও আনু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য মতে, আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্কশপে একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বের হতে থাকে এবং পাশের চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন ও দোকানে বসা সফিকুল ইসলাম এবং শামীম আহমেদ অগ্নিদগ্ধ হন। পাশাপাশি দোকানের কিছু মালামাল ও সাইনবোর্ডও পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইএ/এসএন