প্রিমিয়ার লিগে বাজে সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আন্তর্জাতিক বিরতির পর লিগ শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মৌসুমে ষষ্ঠ হারের স্বাদ নিতে হয়েছে অলরেডদের।
অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্ট ৩-০ ব্যবধানে হারিয়েছে অলরেডদের। প্রথমার্ধেই পিছিয়ে পড়া ম্যাচে পুরো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় আর্নে স্লটের শিষ্যদের।
অ্যানফিল্ডে প্রথমার্ধে স্বাগতিকরা ফরেস্টের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মুরিলোর ৩৩ মিনিটের গোলে পিছিয়ে পড়ে। প্রথমার্ধের শেষ মূহূর্তে মোহাম্মেদ সালাহর বাঁ-পায়ের শট ফিরিয়ে দেন ফরেস্টের বেলজিয়ান গোলরক্ষক মার্টজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৬ মিনিটে নটিংহ্যামের ২২ বর্ষী ইতালিয়ান রাইট ব্যাক নিকোলা সাভোনার বাজিমাত করেন। ডানপায়ের শটে লিভারপুলের জাল খুঁজে ব্যবধান দ্বিগুণ করেন। সঙ্গে পেয়ে যান মৌসুমের প্রথম গোল।
৭৬ মিনিটে ফরেস্টের তৃতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার গিবস হোয়াইট। ৩-০ এগিয়ে থাকা ফরেস্টদের বিপক্ষে বাকি সময়ে কোন সাফল্যই তুলতে পারেনি লিভারপুল।
আইকে/টিএ