ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব:) আব্দুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আমানউল্লাহ আমান।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এদিন ঢাকা জেলার পাঁচটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ৩১ প্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
এ বিষয়ে রেজাউল করিম বলেন, ঢাকা-১ আসনে দুজন, ঢাকা-২ আসনে একজন, ঢাকা-৩ আসনে ৮ জন ও ঢাকা-১৯ আসনে দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন। তবে ঢাকা-২০ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, ঢাকা-২ আসন বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলামের মনোনয়ন পত্রকে বৈধ ঘোষণা করা হয়। তবে এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব:) আব্দুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ঢাকা-১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিশের ফরহাদ হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লা ও বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলীর মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদার মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহীনুর ইসলাম, গণ অধিকার পরিষদের মো. সাজ্জাদ, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর, গণ সংহতি আন্দোলনের মো. বাচ্চু ভূইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহমদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মজিবুর হাওলাদার ও গণফোরামের মুহাম্মদ রওশন ইয়াজদানীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে জাতীয় পার্টির মো. ফারুক ও সাত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। স্বতন্ত্ররা হলেন-মনির হোসেন, রেজাউল কবীর, মোজাদ্দেদ আলী, নাজিম উদ্দিন, পারুল মোল্লা, মো. বেলাল হোসেন ও রিয়াজ উদ্দিন আহমেদ।
ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসাইন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, এনসিপির দিলশানা পারুল, গণ অধিকারের শেখ শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল ইসলাম সাভারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুখ খান, খেলাফত মজলিশের একেএম এনামুল হক ও এনডিপির চৌধুরী হাসান সোরোয়ার্দীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. হারুনূর রশীদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুলের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহসান খান, এনসিপির নাবিলা তাসনিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফ, খেলাফত মজলিশের আশরাফ আলী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ইউটি/টিএ