ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এছাড়াও এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিল্পবী ওয়ার্কাস পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
ইউটি/টিএ