কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ অন্যান্য সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গবাদী পশু, মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান পরিচালনাকালে সর্বমোট ২৮,৪১,৪০০/- (আঠাশ লক্ষ একচল্লিশ হাজার চার শ) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় মহিষ, গরু, মদ, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল তট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্য।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে তৎপরতা জোরদার করা হয়েছে।’
এসকে/টিকে