দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ভোরে থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দাউদকান্দি উপজেলার তুলতুলি এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে রিয়াদ সরকার (২৭) ও একই উপজেলার মাদলার এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে খোকন ব্যাপারী। রিয়াদ পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
খোকন ব্যাপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রবিবার রাতে দাউদকান্দি মডেল থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, গ্রেপ্তার আসামিরা বৈষম্যবিরোধী মামলায় আসামি ছিলেন। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইউটি/টিএ