ছয় বছর আগে পেশাদার টেনিস প্লেয়ার্স সংস্থা প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন নোভাক জোকোভিচ। রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং সার্বিয়ার এ টেনিস কিংবদন্তি। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।
২৪টি গ্র্যান্ডস্লাম জয় করা নোভাক জোকোভিচ কোর্ট ছাপিয়ে বাইরেও বেশ আলোচিত। ২০২০ সালে পেশাদার টেনিস খেলোয়াড়দের অধিকার আদায়ে প্রতিষ্ঠা করেন প্রফেশনার টেনিস প্লেয়ার অ্যাসোসিয়েশন (পিটিপিএ)।
মাত্র কয়েক বছরের মাথায় নিজের গড়া সংগঠন থেকে ইস্তফা দেন সার্বিন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সাথে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।
জোকোভিচ বলেন, 'পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।'
সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ'সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জোকোভিচের।
মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করলো। তবে সবকিছু পেছনে ফেলে ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে পূর্ণ মনোযোগ দিতে চান জোকো।
উল্লেখ্য, নোভাক জোকোভিচের সরে যাওয়ায় পিটিপিএ'র ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। তবে সমর্থকদের প্রত্যাশা, মাঠের বাইরের এই বিতর্কের জবাব টেনিস কোর্টে র্যাকেট হাতে দেবেন এই তারকা।
এমআই/এসএন