আইএলটি২০-তে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কিয়েরন পোলার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তি পেলেন পাকিস্তানের ডানহাতি পেসার নাসিম শাহ। তাকে আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ (আচরণবিধি) ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে আইএলটি২০ কর্তৃপক্ষ।খবর জিও সুপারের।
আইএলটি২০ জানায়, ২২ বছর বয়সী নাসিম শাহ আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনেছেন। এই ধারাটি কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গির ক্ষেত্রে প্রযোজ্য, যা প্রতিপক্ষকে অপমানিত করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে। ম্যাচ রেফারি সাইমন টাফেল এই শাস্তি আরোপ করেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এমআই এমিরেটসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সের ফাইনাল ম্যাচে এই ঘটনা ঘটে। এমআই এমিরেটসের অধিনায়ক ছিলেন কিয়েরন পোলার্ড।
ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারে। নাসিমের করা একটি বল পোলার্ড ডিফেন্স করলে বলটি সরাসরি বোলারের দিকে চলে যায়। তখন নাসিম বল তুলে নিয়ে পোলার্ডের দিকে তাকিয়ে হাসেন। এতে ক্ষুব্ধ হয়ে আগ্রাসী প্রতিক্রিয়া দেখান পোলার্ড এবং দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনই একে অপরের দিকে এগিয়ে আসেন। পোলার্ডকে বেশ উত্তেজিত দেখা যায়, আর নাসিমও পাল্টা জবাব দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ারদের পাশাপাশি ডেজার্ট ভাইপার্সের ব্যাটার জেসন রয়ও হস্তক্ষেপ করেন।
শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েই ‘প্রতিশোধ’ নেন নাসিম শাহ। ১৬তম ওভারের প্রথম বলেই তিনি পোলার্ডকে আউট করেন। পোলার্ড ওই ম্যাচে ২৮ বল খেলে ২৮ রান করেন। অধিনায়ক স্যাম কারানের অপরাজিত হাফসেঞ্চুরি ও নাসিম শাহের বোলিংয়ের সুবাদে এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে আইএলটি২০ ইতিহাসে নিজেদের প্রথম শিরোপা জিতে নেয় ডেজার্ট ভাইপার্স।
আরআই/টিকে