ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধ করার নির্দেশকে যথাযথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তও সঠিক বলে জানিয়েছেন তিনি।
এই পদক্ষেপ দুটিকে নিউটনের তৃতীয় সূত্র বলে জানিয়েছেন সালেহউদ্দিন। তিনি জানান, সরকার ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখিয়েছে।
তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘কোনো প্রভাব পড়বে না’ বলেও ধারণা তার।
সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মঙ্গলবার তিনি বলেন, ‘ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইয়ে (বাদ দিল) করল। এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার।এমন না যে দয়া-দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই স্বীকার করে। ওরাও স্বীকার করে।’
তিনি আরো বলেন, “অতএব বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা ‘কমপ্লিটলি রোবাস্ট’ এবং ওইটাই ‘অ্যাপ্রোপ্রিয়েট’।”
সালেহউদ্দিন বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’
ইতিমধ্যে, কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এর আগে, নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ তা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে বিসিবি।
এমআই/এসএন