ঢাকায় ব্যক্তিগত গাড়ির ওপর লাগাম টানার পরিকল্পনা করছে সরকার

বিআরটিএ এর তথ্য অনুযায়ী, ঢাকায় প্রতিদিন গড়ে ৪১টি ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত হয়। এমনও নজির দেখা যায়, একই পরিবারের চার সদস্য তিন জন আলাদা ভাবে আলাদা তিনটি গাড়ি নিয়ে কাজে বের হন। ঢাকার ৭০% রাস্তাই ব্যক্তিগত গাড়ি ও রিকশার দখলে থাকে।

পার্কিং সুবিধা থাকুক বা না থাকুক, ব্যক্তিগত গাড়িগুলোকে এসব ব্যাপারে ভ্রুক্ষেপ করতে দেখা যায়না। অপরিকল্পিত ভাবে রাস্তার লেন আটকে অলস পড়ে থাকে গাড়িগুলো। আবার দিনের গুরুত্বপূর্ণ সময়ে গাড়ির দৌরাত্ব দেখা যায় সবচেয়ে বেশি। এবার ব্যক্তিগত গাড়ির ব্যবহারে লাগাম টানার পরামর্শ এসেছে সরকারের টাস্কফোর্সের প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে কতটি গাড়ি চলতে পারবে তা নির্ধারণ করতে হবে। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারের জন্যও গাড়ির মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ব্যক্তিগত গাড়ি কিনতে অনুৎসাহিত করা, সহজ শর্তে গাড়ি কেনার ঋণ দেওয়া কমানো এবং অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে।

আবার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পে যে বিলাসবহুল গাড়ি কেনার প্রবণতা রয়েছে, তা বন্ধ করা উচিত এবং রাইড শেয়ারিং সেবার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত। ব্যাটারিচালিত রিকশা, লেগুনা, দুরন্তর মতো যানগুলো বন্ধ করে বড় ও দুই তলা বাস চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাজধানীর পরিবহন ব্যবস্থার ওপর চাপ কমাতে কিছু নতুন পরামর্শ দিয়েছে সরকার। এর আগে বৈষম্যহীন এবং টেকসই উন্নয়ন অর্জনের জন্য ২০২৪ এর সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার একটি টাস্কফোর্স গঠন করে। বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদকে টাস্কফোর্স কমিটির প্রধান করে ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

৩০ জানুয়ারি, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ টাস্কফোর্সের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। সেই প্রতিবেদনেই ঢাকায় যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য নতুন কৌশল প্রস্তাব করেছে। চার মন্ত্রণালয়কে এক করার প্রস্তাব, রাজধানী স্থানান্তরের সুপারিশসহ, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এখনই উড়ালসড়ক নির্মাণ না করার কথা বলা হয়েছে, তবে শহরের বাইরে উড়ালসড়ক ও উড়াল রেলপথ নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। গণপরিবহনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

টাস্কফোর্সের প্রতিবেদনে সড়ক, রেল, নৌ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়গুলোকে এক করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, প্রতিটি মন্ত্রণালয় আলাদাভাবে উন্নয়ন প্রকল্প নেয়, যার ফলে সমন্বয়ের অভাব হয় এবং সমস্যা তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ুদূষণ সূচক, যানবাহনের গতির সূচকসহ আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষায় ঢাকার অবস্থান সবসময়ই নিচের দিকে। এসব পরিস্থিতিতে, টাস্কফোর্স কমিটি পরামর্শ দিয়েছে যে, ঢাকা থেকে রাজধানী অন্য জায়গায় স্থানান্তর করা যেতে পারে।

এই পরিস্থিতির মধ্যে, টাস্কফোর্স কমিটি একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। এতে বাস রুট ফ্র্যাঞ্চাইজ, বিআরটি, এলআরটি, মনোরেল, সাবআরবান রেল, মেট্রোরেল এবং রাইড শেয়ারিংয়ের মতো নানা ধরনের পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার Aug 10, 2025
img
ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১০০ ছাড়াল Aug 10, 2025
img
পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি Aug 10, 2025
img
ইসির যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল Aug 10, 2025
img
বক্স অফিসে আমিশার সাফল্যের দুই যুগ Aug 10, 2025
img
নারীর ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: শারমীন এস মুরশিদ Aug 10, 2025
img
প্রথমবারের রাজশাহীতে হবে বিপিএল, সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা Aug 10, 2025
img
‘ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই জামায়াতের, চায় পিআর পদ্ধতিতে ভোট’ Aug 10, 2025
img
নিউটনের সূত্র ভুল দাবি, সংশোধনের আহ্বান বাংলাদেশি যন্ত্রবিদের Aug 10, 2025
img
ভারতে ভুয়া থানা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ৬ Aug 10, 2025
img
জাতিসংঘে মার্কিন উপ-প্রতিনিধি মনোনীত ট্যামি ব্রুস কে? Aug 10, 2025
img
দুদকের মামলায় ২০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা Aug 10, 2025
img
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪ Aug 10, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি, সময় ২০ আগস্ট পর্যন্ত Aug 10, 2025
img
এক দশক পর ফের জুটি বাঁধছেন নির্মাতা সুরজ ও সালমান খান Aug 10, 2025
img
মুরগির ডাক নকল করে বিভ্রান্তি তৈরি, দরজা খুলতেই ছুরিকাঘাতে হত্যা Aug 10, 2025
img
গল্প পছন্দ না হওয়ায় হৃদয়কে নাকচ করলেন শাকিব Aug 10, 2025
img
কোরিয়ার কাছে পরও নীরব রয়েছে বাংলাদেশের কোচ Aug 10, 2025
img
অন্য ছাত্রসংগঠনগুলোর নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য: শিবির সভাপতি Aug 10, 2025
img
৫ লাখ টন চাল আমদানিতে ২৪২ প্রতিষ্ঠানকে অনুমতির সুপারিশ Aug 10, 2025