পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

সোমবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি সুমন হাওলাদার জানিয়েছেন, সরকারের আশ্বাসে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় ১০ দফা দাবি নিয়ে সরকার আন্তরিকতা দেখিয়েছে। ফলে খামার বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন জেলার ১০ থেকে ১২ জন প্রান্তিক খামারির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে, সরকার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে ১০ দফা দাবি পেশ করে অ্যাসোসিয়েশন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দাবি পর্যালোচনার আশ্বাস দেন এবং জানান, এরই মধ্যে খাদ্যের মূল্য কেজিপ্রতি ১ থেকে ১.৫০ টাকা হ্রাস পেয়েছে। ফিড, বাচ্চা এবং ওষুধের দামে নিয়ন্ত্রণে আনতে তদন্ত চলমান রয়েছে।

সরকার নির্ধারিত ডিম ও মাংসের ন্যায্যমূল্য বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে উদ্যোগ।

বিপিএ জানায়, এই সংকটময় সময়ে সরকারের সহযোগিতা প্রান্তিক খামারিদের আস্থার জায়গা তৈরি করেছে। তাই দেশের স্বার্থে এবং জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত রাখতে ১ মে থেকে খামার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খামারিদের প্রতি আহ্বান জানানো হয়েছে—সরকারি নিয়ম-কানুন মেনে ট্রেড লাইসেন্স, নিবন্ধন ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামার পরিচালনা করতে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সংগঠিত থেকে যৌক্তিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে।

যদিও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবু বিপিএ সাফ জানিয়ে দিয়েছে—আগামী দিনে যদি ১০ দফা যৌক্তিক দাবির বাস্তবায়নে কোনো অগ্রগতি না হয়, তাহলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিপিএর দাবিগুলো হলো :
>> জাতীয় মূল্য নিয়ন্ত্রণ কমিটি গঠন করতে হবে।

>> সরকারিভাবে ফিড মিল ও হ্যাচারি স্থাপন করতে হবে।

>> কম্পানির কন্ট্রাক্ট ফার্মিং ও উৎপাদন নিষিদ্ধ করতে হবে।

>> স্বাধীন বাজার নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে হবে।

>> ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন করতে হবে।

>> খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান করতে হবে।

>> জাতীয় পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

>> সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

>> প্রশাসনিক অভিযান চালিয়ে ন্যায্য বাজার নিশ্চিত করতে হবে।

>> জাতীয় বাজেটে প্রান্তিক খামারিদের বরাদ্দ ও সহায়তা নিশ্চিত করতে হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত Apr 29, 2025
img
প্রবাসী ভোটাররা কোনোদিন ভোট দিতে পারেননি : নির্বাচন কমিশনার Apr 29, 2025
img
শ্রীপুর ভূমি অফিসে পরিবর্তনের ছোঁয়া, বাড়ছে রাজস্ব আয় Apr 29, 2025
img
সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে: আলী রীয়াজ Apr 29, 2025
img
সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী Apr 29, 2025
img
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা তাসলিমার মৃত্যু Apr 29, 2025
img
যুক্তরাষ্ট্রে স্কুল ক্যাম্পে গাড়ি ঢুকে প্রাণ গেল ৪ শিশুর Apr 29, 2025
img
ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করে বলিউডকে বিদায় অভিনেত্রীর Apr 29, 2025
img
বৈধ কাগজ থাকার পরও বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে সৌদি, অভিযোগ প্রবাসীদের Apr 29, 2025
img
কাশ্মীরে খেলতে পারতাম না: সেলিনা Apr 29, 2025