এবার জিআই পণ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শত বছরের ঐতিহ্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে স্বীকৃতি সনদ গ্রহণ করেন। এ ছাড়া মধুপুরের আনারসের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।

জামুর্কীর সন্দেশ স্থানীয়ভাবে কালিদাসের সন্দেশ হিসেবে পরিচিত। প্রায় শত বছর ধরে এই এলাকাসহ দেশব্যাপী এই সন্দেশ রাজনৈতিক দলের নেতা, সরকারের আমলা, বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিসহ সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছে। সুস্বাদু এই পণ্য কালিদাসের সন্দেশ হিসেবে একনামে সবার কাছে পরিচিত।

এর গুণগত মান নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার জামুর্কী বাজারে সাদামাটাভাবে স্থাপিত এই সন্দেশের দোকান। দেশের বিভিন্ন এলাকার মানুষ আসে এই সন্দেশ কিনতে।

সমর সাহা বর্তমানে দোকানটি পরিচালনা করেন।

তার বাবাও এই দোকান পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দোকানি এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে। প্রতিদিন গুড় ও চিনির স্বাদে দুই ধরনের কয়েক মন সন্দেশ বিক্রি হলেও এর সঠিক হিসাব দেননি ব্যবসায়ী সমর সাহা।

সঠিক হিসেব না দেওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘সরকার ভ্যাট ট্যাক্স বসাবে। আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। এতে ব্যবসায় মন্দাভাব চলে আসবে।’ বর্তমানে প্রতি কেজি সন্দেশ ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করছেন বলে জানান তিনি।

পাকুল্যা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘জেলা ও উপজেলা প্রশাসনের চেষ্টায় মির্জাপুরবাসীর চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে। এটা এই এলাকার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফের দাবানলে জ্বলছে ইসরায়েল, নিয়ন্ত্রণের চেষ্টা May 02, 2025
img
নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে : আখতার May 02, 2025
img
ব্যক্তিগত জেট ক্রয়ের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অজয় May 02, 2025
img
আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে : শিক্ষা সচিব May 02, 2025
img
ভারতে ব্লক করল পাকিস্তান প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল May 02, 2025
img
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ May 02, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার May 02, 2025
img
টানা তিনদিনের ছুটিতেও কক্সবাজারে পর্যটক কম May 02, 2025
img
ট্রাম্পের বার্তার পরই কমেছে স্বর্ণের দাম May 02, 2025
img
বিচার ছাড়া আ. লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না : তাসনিম জারা May 02, 2025