সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষা চলাকালীন অনিয়মের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কেন্দ্র পরিদর্শনে যান এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন।
গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন: আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, রাতেই কেন্দ্র সচিব নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।
এসএস