ভূমি ব্যবস্থাপনায় দেশবাসীকে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভূমি ব্যবস্থায় ব্যাপক সংস্কার করেছে, যাতে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা যায়।

রোববার (২৫ মে) দেশজুড়ে শুরু হওয়া তিনদিনব্যাপী 'ভূমি মেলা ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ খুবই কম। এ কারণে জমির গুরুত্ব এবং জমি নিয়ে বিরোধও অনেক বেশি। ফলে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি জানান, সরকার নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, “বর্তমানে জমির খাজনা প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান বা পর্চার সার্টিফায়েড কপি এবং মৌজা ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে। এখন ভূমি অফিসে সরাসরি না গিয়ে ঘরে বসেই সেবা নেওয়া যাচ্ছে।”

তিনি জানান, ভূমিসেবা সহায়ক নির্দেশিকা ২০২৫-এর আওতায় ঢাকা মহানগরে পরীক্ষামূলকভাবে পাঁচটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে অন্যান্য বিভাগীয় শহরে এবং পরবর্তীতে সারাদেশে এ ধরনের কেন্দ্র চালু করা হবে। নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকরা এসব কেন্দ্র থেকে সহজেই ডিজিটাল সেবার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও, দেশের যেকোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে পরামর্শ ও অভিযোগ জানানো যাচ্ছে। জটিল সমস্যা সমাধানে বিশেষজ্ঞরাও সেবায় নিয়োজিত আছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ভূমি মেলার মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সংযোগ স্থাপন হবে এবং জনসচেতনতা বাড়বে। সরকারের ভূমিসেবা ও পদক্ষেপ সম্পর্কে দেশব্যাপী জনগণের মাঝে তুলে ধরতে এ ধরনের মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “২০২৪-২৫ অর্থবছর প্রায় শেষের পথে। আগামী ৩০ জুনের মধ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নামে থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ওয়েবসাইটে লগইন করে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহ করা সম্ভব।”

ড. ইউনূস বলেন, “ভূমি সেবায় ডিজিটাল পদ্ধতি ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি কমাতে সহায়ক হবে। সব ধরনের নাগরিক সেবাকে আরও জনবান্ধব করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে সেবাদানকারী দায়িত্ব ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা, যাতে গ্রামের শিক্ষিত তরুণ-তরুণী ও গৃহিণীরাও ঘরে বসেই দেশব্যাপী ভূমি সেবা দিতে পারেন।
সবশেষে প্রধান উপদেষ্টা ভূমি মেলা ২০২৫-এর সফলতা কামনা করেন এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী May 25, 2025
img
প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন:গয়েশ্বর চন্দ্র রায় May 25, 2025
img
মুস্তাফিজদের ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাঞ্জাবের অভিযোগ May 25, 2025
img
আইপিএলে রশিদের লজ্জার রেকর্ড May 25, 2025
বারবার কেন বলা লাগে? রোডম্যাপ চাই, স্পষ্ট পরিকল্পনা চাই! May 25, 2025
img
আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান May 25, 2025
img
মালদ্বীপের হাইকমিশনার ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক : দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা May 25, 2025
সেতু উদ্বোধনের ৩ বছর পরেও থামে নি চার্জ কাটা May 25, 2025
img
আইভীর বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর May 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলের নেতারা May 25, 2025
img
সমঝোতায় এনবিআর কর্মীরা, স্থগিত হচ্ছে আন্দোলন May 25, 2025
যে ভুল সবাই করে | ইসলামিক জ্ঞান May 25, 2025
কানে রাজীবের বাজিমাত,শুভেচ্ছা জানালেন মেগাস্টার May 25, 2025
img
জনগণের ন্যায্য দাবি মানতে সরকারের মান-অভিমানের সুযোগ নেই : তারেক রহমান May 25, 2025
img
ভিপি নুরের সঙ্গে ছবি থাকায় ৫ বার আমার ভারতীয় ভিসা রিজেক্ট হয় : বাঁধন May 25, 2025
প্রথমবারের মত কানে এ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিনেমা May 25, 2025
বাংলাদেশে প্রথমবার দেখা গেলো ফ্যামিলি স্কুটি May 25, 2025
img
রোহিত-কোহলিদের দেখানো পথ অনুসরণ করে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান গিল May 25, 2025
'আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে' May 25, 2025
img
মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে হেনস্তার শিকার গায়িকা সোফি May 25, 2025