ভূমি ব্যবস্থাপনায় দেশবাসীকে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভূমি ব্যবস্থায় ব্যাপক সংস্কার করেছে, যাতে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা যায়।

রোববার (২৫ মে) দেশজুড়ে শুরু হওয়া তিনদিনব্যাপী 'ভূমি মেলা ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ খুবই কম। এ কারণে জমির গুরুত্ব এবং জমি নিয়ে বিরোধও অনেক বেশি। ফলে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি জানান, সরকার নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, “বর্তমানে জমির খাজনা প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান বা পর্চার সার্টিফায়েড কপি এবং মৌজা ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে। এখন ভূমি অফিসে সরাসরি না গিয়ে ঘরে বসেই সেবা নেওয়া যাচ্ছে।”

তিনি জানান, ভূমিসেবা সহায়ক নির্দেশিকা ২০২৫-এর আওতায় ঢাকা মহানগরে পরীক্ষামূলকভাবে পাঁচটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে অন্যান্য বিভাগীয় শহরে এবং পরবর্তীতে সারাদেশে এ ধরনের কেন্দ্র চালু করা হবে। নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকরা এসব কেন্দ্র থেকে সহজেই ডিজিটাল সেবার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও, দেশের যেকোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে পরামর্শ ও অভিযোগ জানানো যাচ্ছে। জটিল সমস্যা সমাধানে বিশেষজ্ঞরাও সেবায় নিয়োজিত আছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ভূমি মেলার মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সংযোগ স্থাপন হবে এবং জনসচেতনতা বাড়বে। সরকারের ভূমিসেবা ও পদক্ষেপ সম্পর্কে দেশব্যাপী জনগণের মাঝে তুলে ধরতে এ ধরনের মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “২০২৪-২৫ অর্থবছর প্রায় শেষের পথে। আগামী ৩০ জুনের মধ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নামে থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ওয়েবসাইটে লগইন করে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহ করা সম্ভব।”

ড. ইউনূস বলেন, “ভূমি সেবায় ডিজিটাল পদ্ধতি ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি কমাতে সহায়ক হবে। সব ধরনের নাগরিক সেবাকে আরও জনবান্ধব করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে সেবাদানকারী দায়িত্ব ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা, যাতে গ্রামের শিক্ষিত তরুণ-তরুণী ও গৃহিণীরাও ঘরে বসেই দেশব্যাপী ভূমি সেবা দিতে পারেন।
সবশেষে প্রধান উপদেষ্টা ভূমি মেলা ২০২৫-এর সফলতা কামনা করেন এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মোদিকে প্রশ্ন তুলে মন্তব্য, আইনি বিপাকে ভোজপুরি গায়িকা Dec 07, 2025
img
হিজাব না পরায় ম্যারাথন আয়োজকদের গ্রেপ্তার Dec 07, 2025
img
‘মাইনাস টু বা ফোর’ কার্যকর করার সক্ষমতা কারো নেই: রুমিন ফারহানা Dec 07, 2025
img
জেলেনস্কিকে সরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র: ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী Dec 07, 2025
img
শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে Dec 07, 2025
বিশ্বকাপ সামনে রেখে তামিম-ইমনকে নিয়ে বিশেষ প্রস্তুতি, তিন কোচের নজরে ওপেনিং জুটি Dec 07, 2025
img
বাবরকে বোঝানোর প্রয়োজন নেই, সে জানে ভুল কোথায় হচ্ছে: সালমান আলী আঘা Dec 07, 2025
img
অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা Dec 07, 2025
যে আমল সহজে জান্নাতে নিবে Dec 07, 2025
রণবীর সিংয়ের ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং Dec 07, 2025
দেবকে ভাইয়ের মতো মনে করেন জিৎ Dec 07, 2025
img
৪ কোটি ২৫ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে : ইউনিসেফ Dec 07, 2025
img
আইএলওর কনভেনশন অনুসমর্থনে বাংলাদেশকে ইইউর অভিনন্দন Dec 07, 2025
img
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, স্বাভাবিক যান চলাচল Dec 07, 2025
img
নতুন জুটির উপস্থিতিতে আলোচনায় ছুমন্তর সিনেমার প্রস্তুতি Dec 07, 2025
img
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে: সালাহউদ্দিন Dec 07, 2025
img
মুখে মেছতার দাগের কারণে বুলিংয়ের শিকার হয়েছিল অস্কারজয়ী জুলিয়ান মুর Dec 07, 2025
img
বাংলাদেশের বর্তমান চিত্রটা ভয়াবহভাবে স্পষ্ট: জিল্লুর রহমান Dec 07, 2025
img
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর Dec 07, 2025
img
বাবা হওয়ার পর নতুন গানের ঘোষণা সংগীতশিল্পী মেহরাবের Dec 07, 2025