আসন্ন ঈদুল আজহায় পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী বছর থেকে হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, কোরবানির পশুর ন্যায্য দাম যেন দেয়া হয়। রাস্তায় কোরবানির পশু ওঠানো বা নামানো যাবে না। হাটের ভেতরে গিয়ে পশু নামাতে হবে। হাটের নিরাপত্তায় পর্যাপ্ত আনসার সদস্য রাখতে হবে।
কোরবানির ছুটিতে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ম্যানিপুলেট করার লক্ষ্যে সরকারি চাকরি আইন সংশোধন করেছিল আওয়ামী লীগ। যখন দরকার হয় আইন সংশোধন, পরিবর্তন হয়। এখন সংশোধনের প্রয়োজন হয়েছে। কর্মচারীরা প্রয়োজনে এই সংশোধন নিয়ে আলোচনা করতে পারে।
এসএন