দুর্নীতির মামলায় ভারতের সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

ভারতের সাবেক অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় বুধবার রাতে নয়াদিল্লির জোড়াবাগের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চিদাম্বরম অতীতে বিভিন্ন সময় অর্থমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ও পেনশনবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত হয়েছিলেন নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবেও। বর্তমানে তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চিদাম্বরমের গ্রেপ্তার আশঙ্কা ছিল আগে থেকেই। তিনি ২৭ ঘণ্টা লোকচক্ষুর আড়ালে থেকে বুধবার প্রকাশ্যে আসেন। রাতে দিল্লিতে তিনি কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, ‘আমি পালিয়ে যাইনি। জামিনের আর্জির শুনানি চেয়েছিলাম মাত্র।’ পরে তিনি ফিরে যান বাড়িতে।

ওদিকে, সিবিআইয়ের একটি দল চিদাম্বরমকে গ্রেপ্তার করতে তার জোড়াবাগের বাসভবনে যায়। কিন্তু বাড়ির নিরাপত্তারক্ষীরা ফটক খুলে দেননি। ফলে দেওয়াল টপকে বাড়িতে ঢোকে সিবিআইয়ের সদস্যরা। এর পর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রাত পৌনে দশটা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় চিদাম্বরমের জামিনের আবেদন মঙ্গলবার দিল্লি হাইকোর্ট নাকচ করে। ওই রাতে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্তারা চিদাম্বরমকে প্রেপ্তার করতে তার বাড়িতে যান। না পেয়ে চিদাম্বরমকে দুই ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার বাড়িতে নোটিশ টাঙানো হয়।

এদিকে চিদাম্বরমের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। আইনজীবীরা চেষ্টার করছিলেন, যেন বুধবার ওই আপিলের শুনানি হয়। কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আইএনএক্স মামলাটি সেই সময়ের, যখন পি চিদাম্বরম দেশটির অর্থমন্ত্রী ছিলেন। অভিযোগ, ২০০৭ সালে চিদাম্বরমের প্রত্যক্ষ সহযোগিতায় ও তার ছেলে কার্তির উদ্যোগে আইএনএক্স মিডিয়া ৩০৫ কোটি রুপি বিদেশি বিনিয়োগ আদায় করে। সেই অর্থ আদায়ের ‘উপহার’ হিসেবে কার্তি ৫ কোটি রুপির মতো ‘দালালি’ পেয়েছিলেন।

চিদাম্বরমের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে তার দল কংগ্রেস। দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা টুইট করে গোটা বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে : ব্যারিস্টার অসীম Nov 09, 2025
img
সালমান এখনও আমাকে হুমকি দিচ্ছেন, অভিনেত্রীর অভিযোগ Nov 09, 2025
img
বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের Nov 08, 2025
img
দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর Nov 08, 2025
img
১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগলের প্রলাপ: সালাহউদ্দিন Nov 08, 2025
ইসলামের সেই ঐতিহাসিক ঘটনা | ইসলামিক জ্ঞান Nov 08, 2025
img
ধানের শীষের বিজয় মানেই উন্নয়ন : চৌধুরী নায়াব ইউসুফ Nov 08, 2025
আনুশকা শর্মা মুখ্য ভূমিকায়, বড় পর্দায় ফেরার প্রস্তুতি Nov 08, 2025
অশালীন নাচে মালাইকা, সমালোচনার ঝড়ে হানি সিংও Nov 08, 2025
প্রিয়াঙ্কা-সোনমের শুভেচ্ছায় ভাসলেন ক্যাটরিনা Nov 08, 2025
অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিং, টিম ডেভিডকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড Nov 08, 2025
ইউরোপে হারের পর লা লিগায় ঘুরে দাঁড়াতে প্রস্তুত রিয়াল Nov 08, 2025
আইসিসি নিয়ম বদলে দিচ্ছে অলিম্পিকের ক্রিকেটের চেহারা Nov 08, 2025
এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? : সালাহউদ্দিন আহমেদ Nov 08, 2025
সংস্কারের বিষয়গুলোকে জনগণকে জানাতে গণভোটের প্রয়োজন Nov 08, 2025
আমজনতার দলকে নিবন্ধন দিতে ইসিকে হিরো আলমের আল্টিমেটাম Nov 08, 2025
শিক্ষকদের বিরুদ্ধে 'ভাঙচুর ও লুটপাটের' অভিযোগ! Nov 08, 2025
img
টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতিলের মিছিল Nov 08, 2025
img

সৌদি প্রো লিগ

রোনালদো ও ফেলিক্সের দুর্দান্ত গোল, আটে আট আল-নাসরের Nov 08, 2025
img
ভেনেজুয়েলাকে সামরিক সাহায্য করতে প্রস্তুত রাশিয়া Nov 08, 2025