মালাইকা অরোরা আবার প্রমাণ করলেন বয়স শুধু একটি সংখ্যা মাত্র। ডিজাইনার গৌরব গুপ্তার ‘ব্রাইডাল কন্টুর কালেকশন’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলের নজর কাড়ে তার অনবদ্য উপস্থিতি দিয়ে।
৫০ পেরিয়ে যাওয়া এই স্টাইল আইকন ঝকঝকে সাদা কাটআউট গাউনে বর্ণাঢ্য উপস্থিতি ছিলেন। তার দুর্দান্ত ফিটনেস এবং কালজয়ী গ্ল্যামার সবাইকে মুগ্ধ করেছে। চুল আঁচড়ে বেঁধে, গাঢ় কালো মাসকারা আর তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসী পদক্ষেপে মালাইকা রানওয়েতে যেন রাজত্ব করছিলেন।
তার দীপ্তিময় হাসি এবং অভিজ্ঞতার ছাপ মিশিয়ে সবাইকে স্মরণ করিয়ে দিলেন কেন তিনি বলিউডের অন্যতম সেরা ফ্যাশন ডিভা হিসেবে পরিচিত।
এফপি/ টিএ