ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও আপলোড করেছেন। এরপরই বেশ কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছেন, ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।
রোববার (২৪ আগস্ট) রাতে পরীমণি তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন।
ভিডিওতে দেখা যায়, খোলা চুলে সুইমিং পুলের পানিতে নেমেছেন পরী। ভিডিওরে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, স্নিগ্ধ।
এর ৩ ঘণ্টা পরেই পরী তিনটি ছবি প্রকাশ করেন। ওই ছবিতে দেখা যায়, কাছের কিছু মানুষ আর ছেলেকে নিয়ে প্লেনে ওঠার আগে খোলা মাঠে দাঁড়িয়ে আছেন তারা। ওই মুহূর্তকে ধরে রাখতে বেশ কয়েকটি ছবিও তোলেন।
ছবির ক্যাপশনে পরী লেখেন, ভেকেশন। এরপরই প্লেনের একটি ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।
কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন পরী ও তার দুই সন্তান। সে অসুস্থতা সারতেই পরিবার নিয়ে সুখময় মুহূর্ত কাটাতে বিদেশে উড়াল দিয়েছেন ঢালিউড এ চিত্রনায়িকা।
এমকে/এসএন