লিভারপুলকে নিয়ে ইতিহাস গড়তে চান সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক। ক্লাবটির হয়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা। লিভারপুলে যোগ দিতে পেরে গর্বিত এই সুইডিশ ফুটবলার। এদিকে, স্লোভানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সুইডেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইসাক।
গেল মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ লিগ কাপ জয়ের পেছনে দারুণ অবদান রেখেছেন সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক।
প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ৭ টি অ্যাসিস্ট আছে এই ফরোয়ার্ডের। আর সেই সুবাদে ইপিএলের পয়েন্ট টেবিলে পঞ্চম হয়ে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পায় নিউক্যাসেল ইউনাইটেড।
দ্য ম্যাগপাইদের হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করেই ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেন ইসাক। আর তাকে দলে নেয়ার সেই সুবর্ণ সুযোগ লুফে নেয়ার চেষ্টা চালায় ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল। তাতে সম্মতি ছিল ইসাকের। তবে সেখানেই বাধা হয়ে দাঁড়ায় নিউক্যাসল। কোনো ভাবেই নিজেদের গুরুত্বপুর্ণ ফুটবলারকে হাতছাড়া করতে চায়নি ক্লাবটি। যার জেরে ইস্যাকের সঙ্গে ক্লাবের সম্পর্কে ঠেকে তলানিতে। যা চলে আসে জনসম্মুখে।
নিউক্যাসলের প্রাক-মৌসুম ও ইপিএলের প্রথম তিন ম্যাচেও স্কোয়াডে ছিলেন না ইসাক। তবে শেষ পর্যন্ত সুইডিশ ফরোয়ার্ডকে আটকিয়ে রাখতে পারেনি নিউক্যাসল। ইংলিশ ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে তাকে দলে ভিড়িয়েছে লিভারপুল। যার জন্য অলরেডদের খরচ করতে হয়েছে ১২৫ মিলিয়ন পাউন্ড।
লিভারপুলে যোগ দিয়ে স্বপ্ন পূরন হলো ইসাকের। ইপিএল চ্যাম্পিয়নদের হয়ে খেলাতে পারা সম্মানের বলে জানান এই সুডিশ স্ট্রাইকার।
তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। এখানে আসার জন্য আমাকে লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। লিভারপুলের অংশ হতে পেরে আমি অনেক খুশি এবং আমি গর্বিত। এই ক্লাবের হয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
লিভারপুল ছাড়াও ইসাককে পেতে আগ্রহ প্রকাশ করেছিল ইংল্যান্ডের বিভিন্ন ক্লাব। তবে সব প্রস্তাব প্রত্যাখান করে অলরেডদের বেছে নেয়ার কারণও জানিয়েছেন সুইডিশ ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘আমি সবসময়ই লিভারপুলে যোগ দিতে চেয়েছি। এটি ইংল্যান্ডের সেরা ক্লাব। এই মুহূর্তে লিভারপুলের টিম কম্বিনেশনও দুর্দান্ত। আমি এই ক্লাবকে নিয়ে ইতিহাস গড়তে চাই। শিরোপা জিততে দলকে সাহায্য করতে চাই।’
লিভারপুলে যোগ দেওয়ার পর আন্তর্জাতিক দায়িত্ব পালনে সুইডেনে ফিরে গেছেন ইসাক। যোগ দিয়েছেন সুইডিশ জাতীয় দলের অনুশীলনে। স্লোভানিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু করবে সুইডেন।
এমআর/এসএন