বাংলাদেশের প্রথম সংবাদপত্রটি কিন্তু ঢাকা থেকে প্রকাশিত হয়নি। ১৮৪৭ সালের আগস্টের শেষভাগে রংপুর থেকে প্রকাশিত হয়েছিল। যার নাম "রঙ্গপুর বার্তাবহ"। কুন্ডির জমিদার কালী চন্দ্র রায় চৌধুরীর অর্থায়নে প্রকাশিত হয় এই পত্রিকা।
এর সম্পাদক ছিলেন গুরুচরন রায়। স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের প্রথম সংবাদপত্র সম্পাদক। এই পত্রিকা ছাপানো হতো ‘বার্তাবহ যন্ত্র’ নামে বাংলাদেশের প্রথম ছাপাখানা থেকে।
১৮৫৭ সালের ১৩ জুন তৎকালীন গভর্নর লর্ড ক্যানিং জারী করেন ১৫ নং আইন। মুদ্রণ যন্ত্রের স্বাধীনতানাশক এই আইনে ১৮৫৯ সালে বন্ধ করে দেয়া হয় “রঙ্গপুর বার্তাবহ”।
প্রকাশিত হওয়ার সময় থেকে পরের এক যুগ সময় রঙ্গপুর বার্তাবহ মানুষকে সচেতন করার ক্ষেত্রে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল তা সত্যিই গর্ব করার মতো।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো ‘ডাকা প্রকাশ’। ১৮৬১ সাল থেকে এর প্রকাশ শুরু হয়েছিল। এছাড়া ১৮৫৬ সালের ১৮ এপ্রিল থেকে ঢাকায় ‘ঢাকা নিউজ’ নামে একটি ইংরেজি পত্রিকার প্রকাশ শুরু হয়।
টাইমস/জিএস