মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশে ইন্টার্নশিপ করা মালদ্বীপের একদল শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

মালদ্বী‌পের বাংলা‌দেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

হাইক‌মিশন জানায়, শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় হাইকমিশনার বাংলাদেশে মেডিকেল শিক্ষার দীর্ঘদিনের সুনাম, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং বিশ্বমানের ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিষয়ে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক কার্যক্রমেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, আতিথেয়তা, খাবার এবং মানুষের আন্তরিকতা কাছ থেকে অনুভব করার জন্য উৎসাহিত করেন।

হাইকমিশনার বলেন, এই ইন্টার্নশিপ কর্মসূচি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা কূটনীতি, সাংস্কৃতিক বিনিময়, পাবলিক ডিপ্লোমেসি এবং সফট পাওয়ার আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উল্লেখ করেন যে, এসব কার্যক্রম দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর করবে।

হাইকমিশনার আরও জানান যে, বাংলাদেশ সরকার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস/বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর মোট ২২৪টি আসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ৬টি এমবিবিএস ও ১টি বিডিএস আসন সংরক্ষণ করেছে। এটি মালদ্বীপের মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

যোগ্য মালদ্বীপের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উচ্চমানের, সাশ্রয়ী এবং বিশ্বস্বীকৃত মেডিকেল শিক্ষার অন্যতম কেন্দ্র। প্রতি বছর বহু মালদ্বীপীয় শিক্ষার্থী বাংলাদেশে সরকারি কোটা ও বিভিন্ন বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করে, যা দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব আরও মজবুত করে।

হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মেডিকেল ইন্টার্নশিপ সম্পন্ন করা এই মালদ্বীপীয় শিক্ষার্থীরা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের সেতুবন্ধন আরও শক্ত করবে এবং ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান দিয়ে মালদ্বীপের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের সুপরিচিত মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ গ্রহণের আহ্বান জানায়— যা তাদের পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনার রায় ঘিরে ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেফতার ১ Nov 20, 2025
img
সাগরে লঘুচাপের আভাস, কমবে তাপমাত্রা Nov 20, 2025
img
চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে : শিশির মনির Nov 20, 2025
img
ডিজিটাল প্ল্যাটফর্মে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের Nov 20, 2025
img
রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল Nov 20, 2025
img
এই রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম মজুমদার Nov 20, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Nov 20, 2025
img
২০২৬ সালে আসছে অজয় দেবগণের ‘রেইড ৩’ Nov 20, 2025
img
বিপিএল মাতাতে আসছেন শোয়েব আখতার! Nov 20, 2025
img

ইসির পরিপত্র জারি

ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল Nov 20, 2025
img

দাবি আনন্দবাজারের

ভারতীয় সিনেমার নকল শাকিবের ‘সোলজার’ Nov 20, 2025
img
মোয়ানার টিজারে দর্শকদের মুগ্ধ করলেন ক্যাথরিন Nov 20, 2025
img
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক Nov 20, 2025
img
রাতের তাপমাত্রা কমবে ২ ডিগ্রি সেলসিয়াস Nov 20, 2025
img
স্বল্প সময়ে সরকারের অর্জন উপদেষ্টামণ্ডলীর নিষ্ঠার ফল: প্রেস সচিব Nov 20, 2025
img
১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় Nov 20, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় আজ ঈদের আনন্দ : জয়নুল আবেদীন Nov 20, 2025
img
এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না : অ্যাটর্নি জেনারেল Nov 20, 2025
img
তার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছে : মিথিলা Nov 20, 2025
img
শাহরুখ খানের সঙ্গে অভিনয়, এরপর হারিয়ে গেল কেন এই তারকা! Nov 20, 2025