ভেনেজুয়েলায় পরিচালিত মার্কিন সামরিক অভিযান 'অপারেশন অ্যাবসোলিউট রিজলভ' আসলে কীসের জন্য; তেল নাকি ক্ষমতার পরিবর্তন? এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা।
অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে ট্রাম্প ১৯ শতকের 'মনরো ডকট্রিন'-এর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, মনরো ডকট্রিন যখন প্রণয়ন করা হয়েছিল, তখন তা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু পরবর্তী সময়ে অনেক প্রেসিডেন্টই সেই নীতি থেকে সরে এসেছিলেন বা দৃষ্টি হারিয়েছিলেন। কিন্তু আমি তা হারাইনি, আমি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।
উল্লেখ্য, উনিশ শতকের শুরুর দিকে প্রণীত মার্কিন পররাষ্ট্রনীতি 'মনরো ডকট্রিন'-এ বলা হয়েছিল, পশ্চিম গোলার্ধ ইউরোপীয় শক্তির প্রভাবমুক্ত থাকবে।
পরবর্তীতে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই নীতি সম্প্রসারিত করেন, যা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় বা সংকট মোকাবিলায় হস্তক্ষেপের সুযোগ করে দেয়।
তথ্যসূত্র- বিবিসি
এসকে/টিকে