ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালিকে অনুরোধ বাংলাদেশের

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতে এলে তি‌নি এই অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসীকর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে নুলা ওস্তাস (কাজের ভিসা) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের ওপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেন।
 
উল্লেখ‌্য, গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সব নুলা ওস্তাস বর্তমানে ইতালিয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতোমধ্যেই ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
রাষ্ট্রদূত জানান, নুলা ওস্তার পুনঃপরীক্ষা প্রক্রিয়া কেবল ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, যারা নুলা ওস্তাস নিশ্চিত বা বাতিল করতে পারে।

তিনি আরও বলেন, মুলতুবি থাকা নুলা ওস্তার যাচাই-বাছাইয়ে হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা দূতাবাসের নেই।বাংলাদেশে গৃহীত কাজের ভিসা আবেদন এবং ইতালিতে ‘ফ্লো ডিক্রি’ বাস্তবায়নের বাধ্যতামূলক নিয়ন্ত্রণের জন্য কখনও কখনও ৯০ দিনেরও বেশি সময় লাগে।

নুলা ওস্তার মেয়াদ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, আইনত স্থগিতাদেশের ফলে মেয়াদ শেষ হওয়ার তারিখ হিমায়িত অবস্থায় রয়েছে।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন, তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতবি থাকা নুলা ওস্তাসের পুনঃপরীক্ষা দ্রুত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধানের অনুরোধ পৌঁছে দেবেন।

এমআর

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা May 09, 2025
img
সম্পদের ৯৯% মানবসেবায় দান করবেন বিল গেটস May 09, 2025
img
জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ May 09, 2025
img
সাভারে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ May 09, 2025
img
এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জণগণের: তারেক রহমান May 09, 2025
img
ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আটক ১ May 09, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ May 09, 2025
img
অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু May 09, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি May 09, 2025