২ পর্ব আসছে বিজয় দেবেরাকোন্ডার ‘Kingdom’

Kingdom নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে, আর এবার প্রযোজক নাগা ভামসি-র ঘোষণা সেটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।

বিজয় দেবরাকোন্ডার এই অ্যাকশন-প্যাকড ড্রামা এখন অফিসিয়ালি হতে চলেছে একটি দুই-পর্বের সিনেম্যাটিক সাগা।

নাগা ভামসি বলেন, “শুধুমাত্র সিনেমাকে ভাগ করার জন্যই আমরা দুই অংশে বিভক্ত করছি না,”। “ছবির স্কেল, গভীরতা এবং জগত এমনই যে স্বাভাবিক ভাবেই এটি দু’টি অধ্যায়ে বিভক্ত হয়েছে।”

তিনি আরও যোগ করেন — Kingdom–এ আছে শক্তিশালী গল্প, যুক্তিসম্মত প্লট, দুর্ধর্ষ ভিজ্যুয়ালস ও থ্রিলিং অ্যাকশন — সব মিলিয়ে এটি একটি অর্গানিক দুই-পার্ট ফিল্ম।

Kingdom সম্পর্কে যা যা জানা গেছে। এই সিনেমার মুখ্য ভূমিকায় থাকবেন বিজয় দেবরাকোন্ডা। নায়িকার চরিত্রে অভিনয় করবেন ভাগ্যশ্রী বোর্সে।
সিনেমাটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি (Jersey)। সঙ্গীত পরিবেশনা করবেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।

সিনেমার প্রথম অংশ (পার্ট ১) মুক্তি পাবে ৩০ মে, ২০২৫ । পার্ট ২ এর সম্ভাব্য টাইটেল ধরা হয়েছে Kingdom Square অথবা Kingdom: Part 2। যা পার্ট ১-এর রেসপন্সের পর চূড়ান্ত হবে।

কেন Kingdom আলাদা?
গৌতম তিন্নানুরি নির্মিত এক বিস্ময়কর জগত। এখানে দেখা যাবে বিজয়ের প্রভাবশালী উপস্থিতি ও স্টার পাওয়ার। অনিরুদ্ধের উদ্দীপক সাউন্ডস্কোর যা আবেগ ও অ্যাকশন দুইই বাড়িয়ে তোলে। গল্প এতটাই বিশাল যে এক পর্বে ধরে রাখা সম্ভব নয় — তাই দুই অধ্যায়েই প্রকাশ পাবে এই কাহিনি।

আরএ

Share this news on: