সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং ও রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে রাজধানীর তাঁতীবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০টি মামলায় চারজনকে কারাদণ্ড ও ছয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে নগরীর তাঁতীবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার তাঁতীবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লেগুনা চালানোর অপরাধে দুইজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টো পথে ভ্যান চালানো এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অপরাধে একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, এ ছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোট ১৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিশেষভাবে এক রিকশাযাত্রী রিকশাচালককে উল্টো পথে চলতে বাধ্য করায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ের অপরাধে ট্রাফিক পুলিশের পজ মেশিন ব্যবহার করে ২৭টি মামলায় জরিমানা আদায় করা হয়।
ডিএমপির এ কর্মকর্তা জানান, ঢাকা মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ ঢাকা গড়তে সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।
আরআর/এসএন