রংপুরে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ৭ দিনের আলটিমেটাম

রংপুর বিভাগের ৮ জেলার সড়ক-মহাসড়কে নসিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে মোটর মালিক সমিতি। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ। এ সময় সংগঠনের অন্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রাজ বলেন, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরেও রংপুর বিভাগের সব সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল অব্যাহত রয়েছে। এতে করে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। এ ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
 
এ সময় যান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ৭ দিনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য রংপুর বিভাগ থেকে নাইট কোচ, ডে কোচসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।এর দায় প্রশাসনকেই নিতে হবে।
 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ