ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় একটি গুপ্ত সংগঠন সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাবিতে সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, বার বার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্বিবদ্যালয়ের আঙিনা নিরাপদ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি।
জুলাই-আগস্টে সাম্য সাহসী ভূমিকায় ছিলেন উল্লেখ করে হত্যায় জড়িতদের বিচার অতিদ্রুত নিশ্চিত করার দাবি জানান তিনি।
এসময় ছাত্রদল সভাপতি আরও বলেন, যে গুপ্ত সংগঠন সাম্য হত্যা নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।
সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠনের কোনো ভূমিকা নাই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে অর্ধদিবস স্থগিত থাকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা।
মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।
এসএম/টিএ