ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বর্তমানে ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক, যাতে তাদের ফেরত পাঠানো যায়।
কিছু দিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ-ইন) হচ্ছে।
এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছেন। ভারত থেকে এই পুশ-ইনের নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার। ভারতকে এটা বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে।
তিনি বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছেন, তারা যে দেশের নাগরিকই হোন, স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন। এদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, এই মুহূর্তে মোট ২ হাজার ৩৬৯ জনের তালিকা প্রস্তুত।
এদের প্রত্যেককেই ফেরত যেতে হবে। এই নাগরিকদের অনেকের জেল খাটার মেয়াদ পূর্ণ হয়েছে। এদের ফেরত পাঠানোর জন্য তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। কেউ কেউ সে জন্য ২০২০ সাল থেকে অপেক্ষায় রয়েছেন। পাঁচ বছর কেটে গেছে সেই অপেক্ষার।
বাংলাদেশকে বিষয়টি ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে, যাতে তাদের ফেরত পাঠানো যায়। বাংলাদেশের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা।
বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর মহড়া নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, সব ঘটনার ওপরেই তীক্ষ্ণ নজর রাখা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএম/টিএ