শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটেছে টেলিভিশন নাটকের জনপ্রিয় তারকা সাবিলা নূরের। ছবির ‘লিচুর বাগানে’ শিরোনামের একটি গানে তার পারফরম্যান্স নজর কেড়েছে। এই তারকাকে এবার দেখা গেল ল্যাভেন্ডার ফুলের বাগানে।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সাবিলা নূর।
টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি সিনেমাও করছেন, তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় তকে দেখা যায়নি।
‘তাণ্ডব’ সিনেমায় দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটে তার। ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির আগে তাকে সবাই প্রথম দেখেন ‘লিচুর বাগানে’ গানে।
শাকিবের সঙ্গে মোহনীয় রসায়নে রীতিমতো মুগ্ধ হয়ে যান দর্শক; অনেকের কাছে সাবিলা ছিলেন কল্পনার চেয়ে বেশি।
লিচুর বাগানে গান দিয়ে নতুন করে আলোচনায় আসা সাবিলা নূরকে এবার দেখা গেল ল্যাভেন্ডার ফুলের বাগানে। কোন দেশে ঘুরছেন তা অবশ্য খোলাসা করেননি তিনি।
এসএন