ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও বড় ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কানরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। ক্যান্ডিতে আগামীকাল মঙ্গলবার মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের দলে বড় চমক অলরাউন্ডার দাসুন শানাকার অন্তর্ভুক্তি।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দলে খেলা দাসুন শানাকা ডাক পেয়েছেন বাংলাদেশ সিরিজে। দলে ফেরার তালিকায় আছে চামিকা করুনারত্নের নামও।
এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন যথারীতি চারিথ আসালঙ্কা। শানাকা দলে ফেরায় কপাল পুড়েছে ভানুকা রাজাপাকসের। ৩৩ বছর বয়সী এই ব্যাটারের দলে জায়গা হয়নি। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার খেসারত দিতে হয়েছে তাকে। সেই সফরে দুই ম্যাচে ব্যাট করে মাত্র ১৪ রান করেছিলেন এই ব্যাটার।
আগামী ১০ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের পর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় এবং ১৬ জুলাই কলম্বোয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভাল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ তিকসানা, জেফ্রি ভ্যান্ডেরসাই, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।
ইউটি/এসএন