এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বন্দর খাতে নতুন মাইলফলক : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করেছে। এটি দেশের সবচেয়ে বড় ইউরোপীয় বৈদেশিক বিনিয়োগ এবং অন্যতম বৃহৎ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প।

সোমবার (১৭ নভেম্বর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালস এবং স্থানীয় অংশীদার কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেডকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে লেটার অব অ্যাওয়ার্ড প্রদান এবং প্রকল্প উদ্বোধনের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

পিপিপি কর্তৃপক্ষ, এপিএম টার্মিনালস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ডেনমার্কের শীর্ষ পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। বিশ্বখ্যাত এ.পি. মোলার-মেয়ার্স্ক গ্রুপের চেয়ারম্যান রবার্ট মেয়ার্স্ক উগলা এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোসে হ্যানসেন এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসেন।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জটিলতা চট্টগ্রাম বন্দরের সম্ভাবনার পথে প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। লালদিয়া টার্মিনাল নির্মাণের মাধ্যমে বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হবে এবং রপ্তানিকারকদের জন্য বন্দর সেবা আরও নির্ভরযোগ্য হবে। মেয়ার্স্কের মতো অভিজ্ঞ অপারেটরের আগমন আমাদের বিদ্যমান সমস্যাগুলোর বাস্তব সমাধানে সহায়তা করবে।

তিনি বলেন, প্রকল্পটি ৩০ বছরের কনসেশন চুক্তির আওতায় সম্পূর্ণ বেসরকারি মূলধন বিনিয়োগে বাস্তবায়িত হবে, যেখানে সরকারের জন্য কোনো ঋণের বোঝা থাকবে না। পরিকল্পনা অনুযায়ী এটি নির্মাণ, অর্থায়ন ও পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব বেসরকারি অংশীদারদের ওপর থাকবে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন ভার্চুয়াল বার্তায় বলেন, বাংলাদেশের সঙ্গে মেয়ার্স্কের অংশীদারিত্ব দীর্ঘদিনের এবং আমাদের দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কের অন্যতম প্রধান চালিকাশক্তি। বর্তমানে বাংলাদেশে আসা-যাওয়া সমস্ত কনটেইনারের প্রায় ৩০ শতাংশ পরিচালনা করে মেয়ার্স্ক। লালদিয়া কনটেইনার টার্মিনালে মেয়ার্স্ক-এপিএম টার্মিনালসের এই বিনিয়োগ একটি বাস্তব ও টেকসই অংশীদারিত্বের শক্তিশালী প্রতীক, যা বাংলাদেশের ভবিষ্যতের প্রতি গভীর আস্থার প্রকাশ।

এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা কিথ স্বেন্ডসেন বলেন, এই গ্রিনফিল্ড প্রকল্পের মাধ্যমে আমরা স্থানীয় ম্যানুফ্যাকচারার, রপ্তানিকারক ও আমদানিকারকদের কার্যক্রমে সক্রিয় সহায়ক ভূমিকা রাখতে পারব। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে ভবিষ্যতের সমৃদ্ধির ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বনেদি বাড়িতে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ, শাশ্বতের নতুন অভিযান! Jan 07, 2026
img
ভিনটেজ লুকে নীতা আম্বানি, নজর কাড়লেন নেটিজেনদের Jan 07, 2026
img
বিশ্বকাপ ইস্যুতে মুখ খুললেন মাশরাফির ভাই Jan 07, 2026
img
এক এগারোর সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের: আমীর খসরু Jan 07, 2026
img
কিংবদন্তি নির্মাতা বেলা তার আর নেই Jan 07, 2026
img
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ Jan 07, 2026
img
লিটনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি ভারতীয় ব্যাট কোম্পানির Jan 07, 2026
img
শাহীন আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন সালমান আঘা Jan 07, 2026
img
হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস আলম Jan 07, 2026
img
দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ে অনুদান দেবে সরকার Jan 07, 2026
img
পরিবারের জন্য কী কী সম্পত্তি রেখে গিয়েছিলেন অভিনেতা ইরফান খান? Jan 07, 2026
img
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক Jan 07, 2026
img
মুস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট Jan 07, 2026
img
অতীতের স্বৈরাচারের সহযোগীরা আজ বিএনপির ঘোর বিরোধী: আমীর খসরু Jan 07, 2026
img
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর যাচ্ছেন তারেক রহমান Jan 07, 2026
img
শুটিংয়ের ফাঁকেও পড়াশোনা চালাচ্ছেন ছোটপর্দার কুসুম-লাজবন্তী! Jan 07, 2026
img
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা Jan 07, 2026
টাকা ছাড়া মানুষের হেল্প করবেন যেভাবে Jan 07, 2026
রাজশাহীর বানেশ্বর বাজারে অবৈধ দোকান উচ্ছেদ Jan 07, 2026
img
প্রথম বিয়ে ভাঙার কারণ জানালেন বলিউড অভিনেত্রী শেফালি Jan 07, 2026